মির্জা ফখরুলদের বিরুদ্ধে চার্জশিটের তারিখ পিছিয়েছে

|

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২১ নভেম্বর তারিখ ঠিক করেছেন আদালত।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগরের বিশেষ ট্রাইবুনাল ৫ এর বিচারক ফাতেমা ফেরদৌসের আদালত এ দিন ঠিক করেন। এদিন মামলার আসামি তানভির আদিল বাবু ও শফিউল বারী বাবুসহ তিনজন মারা যাওয়ার একটি পিটিশন দাখিল করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে শুনানি শেষে অভিযোগ গঠনের জন্য নতুন এ তারিখ দেন আদালত। মামলায় হাজিরা দিতে বিএনপি মহাসচিব মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হন।

অভিযোগ গঠন হলে এ মামলায় মির্জা ফখরুল সহ ৩৯ নেতাকর্মীর আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এর আগে শুনানির জন্য সকালে ফখরুলসহ অপর আসামিরা আদালতে উপস্থিত হন।

২০১৫ সালের ৬ জানুয়ারি রাজধানীর পল্টনে নির্বাচনপরবর্তী সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে পল্টন থানার উপ পরিদর্শক মামলাটি দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply