‌’বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের’

|

২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার চেষ্টা চলছে। তবুও কেউ বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রকে টিকাকেন্দ্র হিসেবে ব্যবহার করে তাদের টিকার আওতায় আনা হবে। তবে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড পরিস্থিতি পরিদর্শনে এসে একথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরও বলেন, স্কুল-কলেজে এখনও পর্যন্ত সংক্রমণের কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত যে অবস্থা তাতে নতুন করে সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মন্ত্রী বলেন, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবশে ঠিক রাখতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক বলেও জানান মন্ত্রী। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাসে আসছে। তবে আপাতত খোলা শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের কোনো সম্ভাবনা না দেখলেও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন মন্ত্রী।

স্কুলের বাইরে অভিভাবকদের ভিড় নিয়ে মন্ত্রী বলেন, নানা কারণে অভিভাবকরা সন্তানদের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করেন। এক্ষেত্রেও সবাইকে সচেতনতার পরামর্শ দেন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply