জেনিন শহর থেকে পুনরায় গ্রেফতার হলো ইসরায়লের কারাগার থেকে পালানো বাকি ২ ফিলিস্তিনি বন্দি। রোববার (১৯ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করে ইসরায়েলের পুলিশ।
ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চলতি মাসেই অত্যন্ত সুরক্ষিত কারাগার গিলবোয়া থেকে কৌশলে পালান ৬ কয়েদি। যাদের চারজনকে ইতোমধ্যে আটক করে আদালতে তোলা হয়েছে। টানা ১২ দিনের অভিযান শেষে খোঁজ মিললো বাকি দু’জনের। আত্মগোপনে থাকা বাড়িটি ঘেরাও করা হয়।
অভিযানে পুলিশ এবং সেনাবাহিনীর অস্ত্রের মুখে আত্মসমর্পণে বাধ্য হন তারা। ওই দুই বন্দির নাম নায়েফ কামামজি এবং মুনাদেল ইয়াকুব। ইহুদি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গেলো বছর ডিসেম্বর থেকে চামচ-প্লেট-কেতলির মাধ্যমে নিজেদের সেলের বাথরুমে সুরঙ্গ খোঁড়া শুরু করেন এসব বন্দিরা। পরে টয়লেটের স্লাব ভেঙ্গে পালান। তবে বর্তমানে তাদের সবাইকেই ফের আটক করা হয়েছে।
Leave a reply