সরকারি চাকরির নিয়োগে ৫৬ শতাংশ কোটাকে ১০ ভাগে নামিয়ে আনার দাবিতে সাইকেল র্যালি করছে আন্দোলনকারীরা।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে র্যালিটি বের হয়। এতে অংশ নিচ্ছে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা জানান, র্যালিটি নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে। এবং এর মাধ্যমে সবার কাছে কোটা পদ্ধতির বৈষম্যসমূহ তুলে ধরা হবে। এসময় শিক্ষার্থীরা তাদের এ আন্দোলনে সবাইকে যোগ দেয়ার আহ্বান জানান।
আগামী ১৪ মার্চ কোটা সংস্কারের দাবিতে সারাদেশে ডিসি কার্যালয়ে স্মারকলিপি পেশ এবং ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়া হবে।
এর আগে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply