চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিরুদ্ধে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্লাবটির সাবেক ফুটবলার রিও ফার্দিনান্দ। মাঠ থেকে তুলে নেয়ার পর কোচ ওলে গানার সুলশারের পাশে দাঁড়িয়ে অনেকটা কোচের ভূমিকাই পালন করছিলেন রোনালদো। রিও ফার্দিনান্দের দাবি, সমর্থকদের মন জয় করতেই ওমনটা করেছেন রোনালদো।
বিটি স্পোর্টের এক অনুষ্ঠানে সাবেক লিভারপুল স্ট্রাইকার পিটার ক্রাউচের সাথে আলাপচারিতায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্দিনান্দ বলেন, আমি ম্যানেজার হলে তাকে ডাগ আউটে বসতে বলতাম। পিটার ক্রাউচ এ সময় বলেন, আমি যদি ডাগ আউটে থাকতাম, আমিও তাকে বসতেই বলতাম। কিন্তু সে ক্রিস্টিয়ানো। সে যা করতে চায়, তাকে সেটাই করতে দিবে মানুষ।
এরপরেই ফার্দিনান্দ তার আগের কথার খেই ধরে বলেন, বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই জানো যে রোনালদোর কাজে দর্শকরাও সমর্থন দেবে। তাই এটাও রোনালদোর এমন একটি কাজ যা সে করেছে সমর্থকদের মন জয় করতে। খেলার প্রতি তার নিবেদন সত্যিই দারুণ। জয়ের জন্য যেকোনো কিছুই করতে চায় সে।
/এম ই
Leave a reply