করোনাভাইরাসের উৎস জানতে বাদুড় থেকে নমুনা সংগ্রহ

|

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের ছোবলে নাকাল পুরো বিশ্ব। ভাইরাসটি প্রতিরোধে বিশ্বজুড়েই চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। এবার করোনা ভাইরাসের উৎস জানতে বাদুড়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন কম্বোডিয়ার একদল গবেষক।

সোমবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানায় দেশটির গবেষণা প্রতিষ্ঠান ‘আইপিসি’।

গবেষকদের তথ্যমতে, বেশ কিছু বাদুড়ের শরীর থেকে নমুনা নিয়ে চলছে গবেষণা। এতে যোগ দিয়েছে ৮ সদস্যের একটি দল। তারা জানান, ২০১০ সালে বাদুড়ের শরীরে থেকে ২টি নমুনা নিয়ে পরীক্ষা করেছিলেন। যার সাথে অনেকটাই মিল রয়েছে কোভিড-১৯ এর।

বিজ্ঞানীদের প্রত্যাশা, নতুন এই গবেষণা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। যা দিয়ে কোভিড-১৯ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। এর আগেও বাদুড় থেকে নমুনা নিয়ে গবেষণা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply