‘আমার জামাই যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের প্রতি বেশি অনুগত’ নিজের জামাতা জ্যারেড কুশনারের সম্পর্কে প্রকাশ্যে এমনটিই মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ড ও বরার্ট কস্তা এর লেখা একটি বইয়ে বিভিন্ন সময় ট্রাম্পের করা উক্তি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, এক সময় নিজের জামাতা ও সাবেক মার্কিন জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারকে নিয়ে ট্রাম্প বলেন, আমার জামাতা একটি কট্টোর ইহুদি পরিবারে বড় হয়েছে। তাই তার মধ্যে জাতীয়তাবাদকে ছাড়িয়ে কট্টোর ইহুদিবাদী মনোভাব বিরাজ করছে।
ট্রাস্প আরও বলেন, আমার জামাতা তাই যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি অনুগত ইসরায়েলের প্রতি। শুধু জ্যারেড নয়, সব মার্কিন ইহুদিই যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভালোবাসে ইসরায়েলকে।
বইটিতে উল্লেখিত ট্রাম্পের এসব বিস্ফোরক মন্তব্য তুলে ধরা হয়েছে আরব নিউজে। সাবেক এ প্রেসিডেন্টের এসব উক্তি পুরনো হলেও তার তাৎপর্যতা ছিল গভীর এবং নিঃসন্দেহে তা যুক্তরাষ্ট্রের পক্ষে কোনও সুসংবাদ নয়।
Leave a reply