কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়ক এখন মহাদুর্ভোগের আরেক নাম। বারখাদা ত্রিমোহনী থেকে ভেড়ামারা বারোমাইল পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী। কিছু অংশ দেবে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের।
জাতীয় মহাসড়ক হলেও সড়কটিকে মনে হয় গ্রামের কাঁচা রাস্তা। রাস্তার জায়গায় জায়গায় খানাখন্দ। বৃষ্টি হলে এসব জায়গায় পানি জমে ভোগান্তি আরো বেড়ে যায়। ইট বালু বিছিয়ে কোনরকম যান চলাচলের উপযোগী করা হলেও তা নিমিষেই ফিরছে সাবেক রূপে। গাড়ি চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে।
কেবল প্রতিশ্রুতি নয় সমস্যা লাঘবে টেকসই সড়ক উন্নয়ন চাইছেন স্থানীয়রা। ৫ বছর ধরে চলা এ দুর্ভোগ লাঘবে সরকারের সুদৃষ্টিও কামনা করেন তারা।
কুষ্টিয়ার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম জানিয়েছেন, টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। দ্রুতই পুরোদমে শুরু হবে এ মহাসড়কের কাজ। আমরা এখন সংস্কার কাজ চালিয়ে গাড়ি চলাচলের উপযোগী করার চেষ্টা করছি। টেন্ডারের কাজ শেষ হলে আর ভোগান্তি থাকবে না।
Leave a reply