শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের আপত্তিকর ছবি পোস্ট করায় ৭ বছরের কারাদণ্ড

|

রাজশাহী প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করায় নাটোরের সিংড়ার আক্তার হোসেনকে সাত বছরের কারাদণ্ড প্রধান করেছেন আদালত। একইসাথে একলাখ টাকা জরিমানা ও অনাদায়ে আর‌ও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান তথ্য ও যোগাযোগোগ প্রযুক্তি আইন ৫৭ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর নাটোরের সিংড়া উপজেলার রানীনগর শেরকোল গ্রামের আকতার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন। পরদিন একই এলাকার মকলেছুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দিলে তথ্য, উপাত্ত ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির উপস্থিতিতে আজ এ রায় ঘোষণা করেন।

আসামির সর্বোচ্চ সাজা হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply