‘বেসামাল কথা তারাই বলে যাদের পায়ের তলায় মাটি নেই’

|

কুমিল্লা ব্যুরো

খালেদা জিয়াকে ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি, করবে না এটা তাদের সিদ্ধান্ত। নির্বাচনে আসা না আসা এ বিষয়ে সরকারের কোন দায় নেই। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এতে সরকারের কোন বক্তব্য নেই। বেসামাল কথা তারাই বলে যাদের পায়ের তলায় মাটি নেই। আজ রবিবার কুমিল্লায় গোমতী সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বেগম জিয়া গ্রেফতারের পরও জনগণ আন্দোলনে সাড়া দিচ্ছে না। বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না। ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষায় তারা আগুন- বোমা সন্ত্রাস চালিয়েছিল। ২০১৪ সালের মতো নীল নকশা থাকলে বিরত হোন। পুরনো ভুলের পুনরাবৃত্তি করলে জনগণ প্রতিহত করবে, জনগণ অনেক সচেতন, সজাগ। বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্ধারিত সময়ের ৬ মাস পূর্বেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৩টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হবে। এতে জনদুর্ভোগ কমবে। সময় সাশ্রয় হবে। ইতিমধ্যে গোমতী সেতুর ৬৩% কাজ সমাপ্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply