আজ রাতে ন্যু ক্যাম্পে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি।
লিগে এখনও পর্যন্ত কোনো ম্যাচে হার মানতে হয়নি বার্সেলোনাকে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হারের পর অনেকটাই হয়তো শঙ্কিত রোনাল্ড কোম্যানের দল। তার সাথে ক্লাব প্রেসিডেন্টের সাথে কোচের শীতল সম্পর্ক নিয়ে চলছে কানাঘুষা।
লিগে দুটি জয় ও একটি ড্র সহ সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশে অবস্থান বার্সেলোনার। অপর দিকে দুই হার ও দুই ড্র নিয়ে গ্রানাডা আছে টেবিলের ১৭তম অবস্থানে। ইনজুরির কারণে এই ম্যাচে সার্জিও অ্যাগুয়েরো, মার্টিন ব্রাথওয়েট, ওসমান ডেম্বেলে ও আনসু ফাতিকে মাঠে পাবে না বার্সেলোনা শিবির। কিন্তু এরপরও দলকে নিয়ে আত্মবিশ্বাসী বার্সা কোচ রোনাল্ড কোম্যান।
কোম্যান বলেন, আমরা আক্রমণাত্মক ফুটবলই খেলবো। গত বছর মাঠে দর্শক ছিল না। কিন্তু এই বছর মাঠে দর্শক থাকাতে বাড়তি উন্মাদনা থাকবে। দলের তরুণ খেলোয়াড়রা ভালো করছে। তাদের নিয়ে আমরা খুবই আশাবাদী।
/এম ই
Leave a reply