দক্ষিণ আফ্রিকায় মৌমাছির হামলায় ৬৩ পেঙ্গুইনের মৃত্যু

|

ছবি: সংগৃহীত।

রোববার (সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার ফাউন্ডেশন ফর দ্য কনজারভেশন অফ কোস্টাল বার্ডস জানায়, মৌমাছির কামড়ে প্রাণ হারিয়েছে বিপন্ন প্রজাতির ৬৩টি পেঙ্গুইন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের বাইরের একটি সমুদ্র সৈকতে। খবর দি গার্ডিয়ান’র।

কেপটাউনের কাছাকাছি সাইমন্স শহরে মৃত অবস্থায় পাওয়া যায় পেঙ্গুইনগুলোকে। পরে সেগুলোকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

ফাউন্ডেশনের ক্লিনিকাল পশু চিকিৎসক ডেভিড রবার্টস বলেন, মৌমাছির কামড়েই মারা গেছে এই পেঙ্গুইনগুলো। পেঙ্গুইনগুলোর চোখের চারপাশে মৌমাছির কামড়ের চিহ্ন দেখা গেছে।

সংস্থাটি আরও জানায়, এটি একটি বিরল ও আকস্মিক ঘটনা। এধরনের ঘটনা সবসময় ঘটে না।

প্রসঙ্গত, সাইমন্স অঞ্চলটি পেঙ্গুইনের একটি আবাসস্থল। তেমনি প্রকৃতিগতভাবে মৌমাছিদেরও আবাসস্থল। এটি জীববৈচিত্রেরই একটি অংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply