গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে এক মিনিটের জন্য অন্ধকার হয়ে যাবে পুরো বাংলাদেশ। ৯টা থেকে ৯টা এক মিনিট পর্যন্ত সারাদেশে ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তবে, জরুরি সেবা যেমন- হাসপাতাল, ফায়ার সার্ভিস ইত্যাদি এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।
রোববার দুপুরে, সচিবালয়ে ২৫ মার্চ ‘গণহত্যা’ ও ২৬ মার্চ ‘স্বাধীনতা দিবস’ উদযাপন নিয়ে সার্বিক সমন্বয় সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, রায়েরবাজারে যথাযথভাবে কালরাত্রির অনুষ্ঠান পালন করা হবে।
মন্ত্রী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে। সাভারে নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা সার্বক্ষণিকভাবে প্রদান করা হবে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply