চলে গেলেন বরেণ্য ক্রিকেট ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরী

|

জালাল আহমেদ চৌধুরী। ফাইল ছবি।

মারা গেছেন জাতীয় ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (২১ সেপ্টম্বর) সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ বরেণ্য কোচ। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন এ ক্রীড়া ব্যক্তিত্ব।

শ্বাসকষ্টজনিত সমস্যায় ১ সেপ্টেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাসায় ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়লে ১৫ তারিখে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

সত্তর ও আশির দশকে ক্রিকেট খেলা জালাল আহমেদ চৌধুরি দেশের অন্যতম ক্রিকেট কোচ। মোহামডান, ধানমন্ডি, কলাবাগানের মত ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। তাছাড়া ক্রীড়া সাংবাদিকতাও করেছেন এ বরেণ্য ব্যক্তিত্ব। দেশের অন্যতম ক্রিকেট বিশ্লেষক ছিলেন তিনি। দেশবরেণ্য বহু ক্রিকেটার তার হাতে তৈরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply