Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন লোকসভার এমপি সুকান্ত মজুমদার।

সোমবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রের তরফ থেকে আসে এ ঘোষণা। এর মাধ্যমে রাজ্য বিজেপি সভাপতির পদ থেকে দিলিপ ঘোষের অপসারণের গুঞ্জনে সিলমোহর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিজেপি কাঠামোতে রদবদলের কথা শোনা যাচ্ছিল। লোকসভার এমপি এবং রাজনীতিক বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদানের পর বিষয়টি আরও পাকাপোক্ত হয়। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে আরও কয়েকজন বিজেপি নেতা ভিড়তে পারেন তৃণমূল কংগ্রেসে।

বিজেপি সভাপতি হিসেবে আগামী জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার কথা দিলিপ ঘোষের। কিন্তু বিধানসভা নির্বাচনে বিপর্যয় এবং দলে ভাঙনের জেরে ছাড়তে হলো দায়িত্ব।

Exit mobile version