কানাডায় আগাম জাতীয় নির্বাচনে জয় পেলো প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। তবে সরকার গঠনের জন্য এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে দলটি।
দেশটির গণমাধ্যম সিবিসি’র তথ্য অনুসারে, পার্লামেন্টের ৩৩৮ আসনের মধ্যে ট্রুডোর দল পেতে পারে ১৫৭টি। কিন্তু এককভাবে সরকার গঠনে প্রয়োজন অন্তত ১৭০ আসনে জয়। ২০১৯ সালের নির্বাচনেও সম-সংখ্যক আসন পেয়ে জোট সরকার গঠন করেছিলো লিবারেল পার্টি।
নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুসারে, রক্ষণশীলরা নিশ্চিত করেছেন ১১৯ আসনে জয়। উদারপন্থায় বিশ্বাসী অন্যান্য দলগুলোর ভাগ্যে জুটেছে ২৭টির মতো আসন। তারাই ট্রুডোর জোটে ভিড়বেন- এমন ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
এনএনআর/
Leave a reply