সেলফি তুলে ফেসবুকে দিলো তিন কারাবন্দি

|

কারাগারে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো সেলফিতে মজতে দেখা গেল তিন বন্দিকে। শুধু সেখানেই থেমে থাকেনি কয়েদিরা। সেলফি তুলে জেল থেকেই তা পোস্ট করে ফেসবুকে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেইসব ছবি। আর এটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলা সংশোধনাগারে।

সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, তিন বিচারাধীন বন্দি মুজফ্ফরনগর জেলা সংশোধনাগারের মধ্যেই স্মার্টফোনে সেলফি তোলে। তারপর তারা সেই ছবি ফেসবুকে আপলোড করে দেয়। ছবি আপলোড হওয়ার পরই, টনক নড়ে প্রশাসনের। তারা সঙ্গে সঙ্গে ওই স্মার্টফোন বাজেয়াপ্ত করে। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।

জেল সুপার জানিয়েছেন, তিনজনের বিরুদ্ধে হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে। এদিকে  কয়েকদিন আগে এই জেলেই বন্দি মক্কেলের সঙ্গে সাক্ষাতের সময় মোবাইল ফোন নিয়ে যাওয়ায় এক আইনজীবীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply