Site icon Jamuna Television

প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন মোদি-বাইডেন

ছবি: সংগৃহীত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন। আগামী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তাদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর ইয়ন নিউজ’র।

কূটনৈতিক মহলের মতে, আফগানিস্তানের পরিস্থিতি, করোনাভাইরাস, টিকাকরণের ক্ষেত্রে যৌথ উদ্যোগ, জলবায়ু সমস্যা, উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে জোট, সাইবার দুনিয়া, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত ও বাধাহীন বাণিজ্যের মতো বিষয়গুলো তাদের আলোচনায় উঠে আসবে।

ভারতে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর প্রথম বিদেশ সফরে অনেক কর্মসূচি আছে মোদির। বাইডেনের সাথে একান্তে বৈঠকের পর হোয়াইট হাউসে কোয়াডের (চতুর্দেশীয় অক্ষ – ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা) সদস্যভুক্ত দেশের নেতাদের (জাপানের প্রধানমন্ত্রী ইয়েশোহিদি সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন) সাথে বৈঠক করবেন। সেখানে থাকবেন বাইডেনও।

গত মার্চে মোদিসহ চার রাষ্ট্রনেতা ভার্চুয়ালি কোয়াডের বৈঠকে যোগ দিয়েছিলেন। তারইমধ্যে মোদির সাথে সাক্ষাৎ হতে পারে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।

ওয়াশিংটনে কর্মসূচির পরই সন্ধ্যায় নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন মোদি। পরদিন (শনিবার) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি।

Exit mobile version