ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে তার পরিবারকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ কেনো দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। উক্ত কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার, যমুনা টেলিভিশনকে আদালতের রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আবরারের বাবা প্রথম আলোকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। গত ১৩ ডিসেম্বর নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট।
মামলা বাতিল চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছিলেন।
Leave a reply