স্প্যানিশ লা লিগায় উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের দারুণ পারফরমেন্সে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। গেটাফের বিরুদ্ধে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে তারা।
এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার ৪৫ মিনিটে লিড নেয় গেটাফে। স্তেফান মিত্রোভিচের গোলে লিড পায় দলটি। ৭৪ মিনিটে সর্বনাশ হয় গেটাফের। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার কার্লেস আলেনিয়া। ১০ জনের দলের বিপক্ষে সুযোগটা শতভাগ কাজে লাগায় চ্যাম্পিয়নরা। ৭৮ মিনিটে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। আর ইনজুরি সময়ে এই উরুগুইয়ান নিজের দ্বিতীয় গোল করলে ২-১ গোলের জয় পায় সিমিওনির দল।
এ জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে অবস্থান আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার।
Leave a reply