Site icon Jamuna Television

হেলিকপ্টার নামতে দেখে দৌঁড়ে মাঠ ছাড়লো খেলোয়াড়রা

ছবি: সংগৃহীত

মাঠে হেলিকপ্টার নামাতে হঠাৎ বন্ধ হয়ে গেল ম্যাচ। বিশ্বে প্রথম এমন ঘটনাটি ঘটলো ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে। মাঠে তখন গ্লস্টারশায়ারের বিপক্ষে ডারহামের একটি কাউন্টি ক্রিকেট ম্যাচ চলছিলো।

ম্যাচটি চলাকালীন হঠাৎ একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার মাঠে নেমে আসে। হেলিকপ্টারটিকে নামতে দেখে তাড়াতাড়ি মাঠ ছেড়ে ডাগআউটে আশ্রয় নেন দু্ই দলের খেলোয়াড়েরা। ফলে কিছু সময়ের জন্য বন্ধ থাকে ম্যাচটি।

গ্লস্টারশায়ার তাদের টুইট বার্তায় জানায় পাইলট অনেকটা বাধ্য হয়েই মাঠে নামিয়েছিলেন হেলিকপ্টারটি। এ ঘটনার জন্য পরবর্তীতে গ্রেট ওয়েস্টার্ন এয়ার অ্যাম্বুলেন্স থেকে ক্ষমা চাওয়া হয়।

ক্রিকেট মাঠে আজব ঘটনা ঘটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই অল-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি কাপের সেমিফাইনালের একটি ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ে গলায় বেল্ট বাঁধা একটি কুকুর। শুধু মাঠে ঢুকেই ক্ষান্ত হয়নি এটি। বল মুখে তুলে নিয়ে দৌড়াতে থাকে কুকুরটি। এরআগে সিপিএলের চলতি আসরেও একটি ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে মোরগ ঢুকে পড়ে। তবে ম্যাচ চলাকালীন হেলিকপ্টার নামার ঘটনা এটাই প্রথম।

Exit mobile version