ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই সিটিতে ডেঙ্গুর পরিস্থিতির আর অবনতি হবার সুযোগ নেই বলে ঘোষণা দিয়েছেন দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের পর এসব কথা জানান দক্ষিণের মেয়র।
মেয়র বলেন, ইতোমধ্যেই দক্ষিণ সিটি ৭৫টি ওয়ার্ডের মাঝে ১৯টি ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন হয়েছে। চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজার নামিয়ে আনা হয়েছ, যা ২০১৯ সালের তুলনায় মাত্র ১০ ভাগ।
তিনি আরও বলেন, গত পাঁচ দিনে দক্ষিণ সিটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪০ জনের নীচে নেমে এসেছে।
ইউএইচ/
Leave a reply