যেসব প্রকল্প মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক হয়েছে তা চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাচঁতারা হোটেলে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এলজিআরডি মন্ত্রণালয়ের ‘যত্ন’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেন মন্ত্রী।
তিনি বলেন, কার্যকর প্রকল্পের ক্ষেত্রে দাতা সংস্থার সহায়তা অব্যাহত থাকা উচিত। না হলে সরকারই এসব প্রকল্পে অর্থায়ন করবে। ‘যত্ন’ প্রকল্পের মাধ্যমে শিশুদের মনোদৈহিক বিকাশ ও পুষ্টিমান বৃদ্ধিতে ৬ লাখের বেশি উপকারভোগী সহায়তা পেয়েছে। এতে শিশুরা বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
ইউএইচ/
Leave a reply