সদ্য বাবা হওয়া যশ ছুটলেন অনাথ আশ্রমে!

|

যশ দাসগুপ্ত। ছবি: সংগৃহীত

নুসরাতের সন্তান ঈশানের বাবা যে যশ দাসগুপ্ত, তা সদ্যই স্বীকার করেছেন অভিনেত্রী। জমিয়ে পিতৃত্বের স্বাধ নিচ্ছেন যশও। তবে এরই মধ্যে হঠাৎ প্রেরণা নামের একটি অনাথ আশ্রমে দেখা গেল যশকে। কারণ?

কারণটা আসলে এখনই খুব স্পষ্ট নয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অনাথ আশ্রমে গিয়ে বেশ কিছু সময় ছিলেন যশ। এমসয় সেখানে থাকা শিশুদের সাথে আনন্দময় সময় কাটিয়েছেন এই অভিনেতা। জানা গেল, সেই অনাথ আশ্রমের অনেক শিশু আবার তার একনিষ্ট ভক্ত। যশের ছবি কেটে দেওয়ালে ঝুলিয়েও রেখেছে কেউ কেউ। তাদের সাথেই বেশ অনেকটা সময় পার করে এলেন যশ।

সবই ঠিক আছে, তবে কেন হঠাৎ অনাথ আশ্রমে যাওয়া? তা জানা যায়নি। কোনও ছবির প্রচারে, নাকি অন্য কোনও কারণে যশের পা পড়েছে সেখানে তা প্রকাশ করেননি অভিনেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply