বাধ্যতামূলক টিকা ও স্বাস্থ্যবিধির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

|

বাধ্যতামূলক করোনা টিকার বিরুদ্ধে প্রতিবাদে নির্মাণ শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বাধ্যতামূলক করোনা টিকা এবং স্বাস্থ্যবিধির কড়াকড়ির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ায়। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) মেলবোর্নে পুলিশের সাথে সহিংসতায় জড়ায় বিক্ষোভকারীরা।

ছবি: সংগৃহীত

সকাল থেকেই মেলবোর্ন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ছোট ছোট মিছিল নিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন সড়কে। কোভিড স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ির বিরুদ্ধে শ্লোগান দেয় তারা। আগে থেকেই মোতায়েন করে রাখা হয়েছিল নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। মোতায়েন ছিল বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ।

ছবি: সংগৃহীত

এক পর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে প্রতিবাদ জানায় তারা। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটে। এদিন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। দেশটির বিভিন্ন খাতে কর্মীদের কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে। যার জেরে গত কয়েকদিন ধরেই চলছে প্রতিবাদ কর্মসূচি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply