Site icon Jamuna Television

মেসিকে ছাড়াই জয় পেলো পিএসজি

ছবি: সংগৃহীত

ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে জয় পেয়েছে পিএসজি। মেসিবিহীন ম্যাচে আশরাফ হাকিমির জোড়া গোলে ২-১ গোলে মেৎজেকে হারিয়েছে প্যারিসের ক্লাবটি।

তলানির দলটির বিপক্ষে খেলার শুরুতেই লিড নেয় প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচের ৫ মিনিটের মাথায় স্কোরশিটে নাম তোলেন মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি। ৩৯ মিনিটে মেৎজেকে সমতায় ফেরান সেনেগালিজ মিডফিল্ডার কুয়াতে। এরপর অবশ্য গোলের সুযোগ হাতছাড়া করেছে পিএসজি ও মেৎজ দু’দলই। তবে ইনজুরি সময়ে মেৎজের ডিফেন্ডার ব্রোন ও কোচ ফ্রেডেরিক আন্তোনেট্টিকে লাল কার্ড দেখান রেফারি। সুযোগ কাজে লাগিয়ে নেইমারের অ্যাসিস্টে গোল করে দলের জয় নিশ্চিত করেন হাকিমি।

এই জয়ের ফলে সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইলো পিএসজি। সাত পয়েন্ট পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান অলিম্পিক মার্শেইয়ের।

চোটের কারণে এই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। বাঁ হাঁটুতে চোট পেয়েছেন এ আর্জেন্টাইন সুপারস্টার। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তার পায়ের এমআরআই পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফলাফলে মেসির হাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে

Exit mobile version