সিলেটে এটিএম বুথ ডাকাতির পরিকল্পনাকারী গ্রেফতার

|

সিলেটের ওসমানী নগরের শেরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) এটিএম বুথে ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাফি উদ্দিন জাহিরকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার পাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় জানিয়ে পুলিশ সুপার বলেন, জাহির এটিএম বুথ লুটের সাথে সরাসরি জড়িত। এবং তিনি এই ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী। জাহিরকে গ্রেফতারের সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি শাবল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ফরিদ উদ্দিন বলেন, এটিএম বুথ লুটের ঘটনা খুব বিরল। এ ধরণের ঘটনা আমাদের বিস্মিত করেছে। তারা গত রমজান মাস থেকে পরিকল্পনা করে এ ডাকাতি সংগঠিত করে। পুলিশ সুপার বলেন, এমন ডাকাতির পুনরাবৃত্তি ঠেকাতে ব্যাংক কর্তৃপক্ষকে ডিজিটাল নিরাপত্তা আরও জোরদার করতে হবে।

গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর পশ্চিম বাজারে ইউসিবিএল-এর এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন চার মুখোশধারী বুথে ঢুকে নিরপত্তাকর্মীকে অস্ত্রের জিম্মি করে ২৪ লাখ ২৫ হাজার ৫ শ’ টাকা লুট করে নিয়ে যায়। সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে দেখা যায়, ডাকাতদের মধ্যে তিনজনের মাথায় লাল কাপড় বাধা ছিলো ও একজনের মাথায় ক্যাপ। সবার মুখই মাস্ক দিয়ে ঢাকা ছিল।

চাঞ্চল্যকর এ ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটের কাছে সহযোগিতা চাওয়া হয়। সে মোতাবেক কাজ শুরু করে ডিএমপির সাইবার ইউনিট। বিভিন্ন সূত্র ধরে তদন্তের পর ঢাকা থেকে নূর মোহাম্মদ নামে এক দর্জিকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের হাওর এলাকা থেকে ডাকাতির ঘটনায় শামীম আহম্মেদ ও তার সহযোগী আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply