দেশে কিশোর অপরাধ পশ্চিমা দেশের মতো বাড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী

|

পশ্চিমা দেশের মতো ততো বাজে অবস্থায় দেশে কিশোর অপরাধ বাড়েনি। তবুও উল্লেখযোগ্য ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মগবাজারে কিশোর অপরাধবিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম ও র‍্যাবের নির্মিত বিজ্ঞাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, অভিভাবকরা সন্তানদের খেয়াল না করলে তারা একদিন শেষ হয়ে যাবে। সন্তানদের সময় দেয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন, সন্তানদের ওপর বাবা-মায়ের নিয়ন্ত্রণ কম। কিশোর অপরাধ দমনে অভিভাবকদের নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি।

অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, বাবা-মায়ের অতি আদরে বিগড়ে যাচ্ছে শিশুরা। তাদেরকে নৈতিক ও মূল্যবোধ শিক্ষা দেয়ার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক বলেন, কিশোর অপরাধীদের মধ্যে বড়রাও থাকে। কিশোর অপরাধ দমনে কঠোর হওয়ার কথা বলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply