Site icon Jamuna Television

দেশে আইসের সবচেয়ে বড় চালান আটক

টেকনাফের মিঠাপানিছড়া গ্রাম থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২। আটককৃত মাদকের আর্থিক মূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। এখনও পর্যন্ত জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের এটাই সর্বোচ্চ পরিমাণ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর বিশেষ অভিযানে মুজিব নামে একজনকে আটক করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলেও শেষপর্যন্ত বিজিবি তাকে আটক করে। আটককৃত ব্যক্তির দেয়া তথ্যে বাড়ির ফলস সিলিংয়ের ওপর থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ মুজিবকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Exit mobile version