কমেছে খেলাপি ঋণের আদায়

|

দ্বিতীয় প্রান্তিকে খেলাপি ঋণ আদায় কমেছে প্রায় ১০ শতাংশ। পুনঃতফসিলের কারণে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে খেলাপি ঋণ আদায় আগের বছরের তুলনায় কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল-জুন মাসে খেলাপি ঋণ আদায় হয়েছে এক হাজার ৯২৩ কোটি টাকা।

ব্যাংক খাতের খেলাপি ঋণ আদায়ে ধীরগতি দেখা দিয়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে আদায়ের পরিমাণ ছিল দুই হাজার ১২৯ কোটি টাকা। সাধারণভাবে জুন ও ডিসেম্বর প্রান্তিকে ঋণ আদায় বেশি হয়। তবে করোনাভাইরাসের কারণে লকডাউন এবং ঋণ পরিশোধ না করলেও খেলাপি হবে না, এমন সুবিধার ফলে অনেকে সময়মতো টাকা ফেরত দিচ্ছেন না। করোনাভাইরাসের প্রভাব শুরুর আগের বছর ২০১৯ সালে খেলাপিদের থেকে আদায়ের পরিমাণ ছিল অনেক বেশি। ওই বছর ব্যাংকগুলো মোট ১৮ হাজার ৩৬ কোটি টাকা আদায় করে। করোনাভাইরাস শুরুর পর গণছাড় নিয়ে ব্যবসায়ীদের ঋণ পরিশোধ না করার নতুন একটি পক্ষ তৈরি হয়েছে। সামর্থ্য থাকলেও তারা ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply