সুরিনামের ভাইস প্রেসিডেন্ট ৬০ বছর বয়সী রনি ব্রুন্সউইক মাঠে নেমে খেলেছেন তার নিজের ক্লাব ইন্টার মঙ্গোটাপোর হয়ে। ৬০ মিনিট মাঠে থেকে ১৭টা পাসের মধ্যে ঠিকঠাক দিয়েছেন ১৫টি।
গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়ার বিরুদ্ধে কনকাকাফ লিগের খেলায় শুরুর একাদশেই ছিলেন ৬০ বছর বয়সী এই ‘খেলোয়াড়’। ম্যাচটি তার ক্লাব হেরেছে ৬-০ গোলে। তবে তাতে তিনি অখুশি হয়েছেন বলে মনে হয় না। ম্যাচের শেষে অলিম্পিয়ার ড্রেসিংরুমে কয়েকটি ১০০ ডলারের নোট বিলি করতেও দেখা গেছে তাকে।
মাদক চোরাচালানের দায়ে ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় আছে রনি ব্রুন্সউইকের নাম। স্টেডিয়ামটির নামকরণও তিনি করেছেন নিজের নামেই। তিনি নিজেই নিজেকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে খেলেছেন এই ম্যাচ এবং মাঠে ছিলেন প্রায় ৬০ মিনিট। এরপর তার স্থলে মাঠে নামেন তার ছেলে।
রনি ব্রুন্সউইক দ্বিতীয় লেগের ম্যাচটি খেলতে পারবেন না। কারণ সেটি অনুষ্ঠিত হচ্ছে না সুরিনামে। আর সুরিনাম ত্যাগ করার ব্যাপারে তার উপর রয়েছে ইন্টারপোলের নিষেধাজ্ঞা।
/এম ই
Leave a reply