ভূমধ্যসাগরে ডুবতে যাওয়া দু’টি নৌযান থেকে ২৩৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ান নৌবাহিনী। শনিবার তারা লিবিয়ায় প্রবেশের উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন।
লিবিয়ান নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, ৪৪ জন নারী ও ৭ শিশুসহ ২৩৭ জন বোজাই দু’টি নৌযান ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। এমন সময় তাদের উদ্ধার করে তীরে নিয়ে যাওয়া হয়েছে।
আনাদলু এজেন্সি জানিয়েছে, উদ্ধাকৃতদের মধ্য দুইজন বাংলাদেশি রয়েছেন। বাকিরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসা ও মানবিক সহায়তা দেয়া হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে, লিবিয়াতে বিশ্বের ২৪ দেশের লাখো অবৈধ অভিবাসী রয়েছেন। তাদের মধ্যে ৯৫ শতাংশই আফ্রিকার দেশগুলোর।
Leave a reply