দীর্ঘ ৩০ বছর পর সোমালিয়ার মানুষ সিনেমা হলে যেয়ে দেখল সিনেমা। দীর্ঘদিন ধরেই সিনেমা হলগুলো যুদ্ধবাজদের ঘাঁটি হয়ে ছিল। খবর দ্যা গার্ডিয়ান’র।
আত্মঘাতী বোমা হামলাকারীদের মূল লক্ষ্যস্থল ছিল সোমালিয়ার সিনেমা কিংবা থিয়েটার হলগুলো। গত বুধবার (২২ সেপ্টেম্বর) এর ব্যতিক্রম ঘটে। দেশটির ন্যাশনাল থিয়েটারে দুটি সোমালি স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র উপভোগ করেন দর্শকরা।
গৃহযুদ্ধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে বিনোদন কেন্দ্রগুলোকে বেছে নেয়া হত প্রায়শই। সিনেমা হল চালুর মধ্য দিয়ে সোমালিয়ায় সাংস্কৃতিক সুবাতাস আবার ফিরে আসবে বলে আশা করছেন বোদ্ধামহল।
মোগাদিসুতে ওই সিনেমা হলে সোমালি পরিচালক ইব্রাহিম সিএম পরিচালিত চলচ্চিত্র দেখতে এসে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন দর্শকরা।
কঠোর নিরাপত্তার ব্যবস্থা ছিল সিনেমা হলটির চারপাশে।
Leave a reply