অভিবাসী কর্মীদের মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন। ১৫ সেপ্টেম্বর জারি করা নোটিশে এ তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
অভিবাসন বিভাগের মহাপরিচালক এক বিজ্ঞপ্তিতে বলেছেন, রি-হায়ারিং প্রকল্পে যাদের ভিসার মেয়াদ লকডাউনের সময় শেষ হয়ে গেছে তাদের ভিসা নবায়নের ব্যাপারে কাজ করছে ইমিগ্রেশন বিভাগ। বিষয়টি স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলেই সব অভিবাসীদের ভিসা নবায়ন করা হবে।
করোনার কারণে কয়েক দফা লকডাউনে ছিল মালয়েশিয়া। ফলে প্রবাসীদের অনেকের মতো বাংলাদেশিরাও ভিসা ও ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারেনি। ইমিগ্রেশন বিভাগের এ সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে তাদের মাঝে।
এনএনআর/
Leave a reply