জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ হতে পারে আজ। হাইকোর্টের আজকের কার্যতালিকার ১ নম্বরে রয়েছে মামলাটি।
কার্যতালিকায় থাকলেও গতকাল এই রায় হয়নি। অবশ্য আদেশের নতুন সময় নির্ধারণের পর বিচারিক আদালতের নথি পৌঁছায় হাইকোর্টে। আজ দুপুর ২টায় বসবে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। আর তখনই খালেদা জিয়ার জামিন পাওয়ার ব্যাপারে আশা করেছেন তার আইনজীবীরা।
এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি আরেক দফা পিছিয়েছে। নতুন দিন ধার্য করা হয়েছে ৯ এপ্রিল।
Leave a reply