দলীয় লোকদের খুশি করতে বিদ্যুৎকেন্দ্র পরিচালনা আইনের মেয়াদ বাড়িয়েছে সরকার: রিজভী

|

আত্মীয় স্বজন ও দলীয় লোকদের খুশি করতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য করা বিশেষ আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে সরকার, বলেছেন রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এ সরকারের আমলে যে কয়টি খাতে চরম লুটপাট হয়েছে, তার মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম। এখানে প্রশ্ন তোলার সুযোগ নেই। হাজার হাজার কোটি টাকা লুটপাট হলেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য পাঁচ বছর মেয়াদ বাড়ানো হচ্ছে। নিজের লোকদের নিয়োগ, লুটপাটের সংস্কৃতি চালু রাখতেই এই ব্যবস্থা বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, খাবারের দাম হু হু করে বাড়ছে। সেদিকে নজর না দিয়ে সরকার সঞ্চয়পত্রে সুদ কমিয়ে দিয়েছে। দেশের মানুষের আনন্দে থাকার অধিকার নেই, আনন্দে থাকার অধিকার শুধুমাত্র আওয়ামী লীগের বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ২ বছর এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার পেছনে সরকারের অন্য উদ্দেশ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply