বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে পিএসডব্লিউএবির ‘ব্লাড ডোনেশন ক্যাম্পেইন’

|

বিশ্ব ফার্মাসিস্ট ডে ২০২১ উপলক্ষে ‘ব্লাড ডোনেশন ক্যাম্পেইন’ আয়োজন করেছে ফার্মেসি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PSWAB)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে কুড়িলে শেরে বাংলা আইডিয়াল হাইস্কুলে কর্মসূচির উদ্বোধন করেন স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সাইন্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন ড. হাসান মাহমুদ রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ওমর হাসিব শফিউল্লাহ (পিএইচ ফেক্টরের সিইও), মোহাম্মদ শাফি (প্রেসিডেন্ট, PSWAB), মাহমুদুর রহমান সাদ (সেক্রেটারি, PSWAB) সহ উক্ত সংগঠনের সর্বস্তরের কার্যনির্বাহী সদস্যবৃন্দ। উৎসুক শিক্ষার্থীদের পদচারণয় মুখরিত হয়ে ওঠে এ আয়োজন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টেলিভিশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply