ভারতের মহারাষ্ট্রের থান জেলায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, ওই কিশোরীকে টানা ৯ মাস ধরে ধর্ষণ করে অভিযুক্তরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবর।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। সহপাঠীর দ্বারা ধর্ষণের শিকার হন তিনি। ধারণ করা হয় ভিডিও। এরপর থেকেই ক্রমাগত ব্ল্যাকমেইল করা হচ্ছিল তাকে। ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হয় শারীরিক সম্পর্কে। চালানো হয় নির্যাতন।
গত বুধবার (২২ সেপ্টেম্বর) থানায় অভিযোগ করে কিশোরী। নাম প্রকাশ করেন ৩০ জন ধর্ষণকারীর। অভিযুক্তদের মধ্যে দুইজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরও রয়েছে। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি।
Leave a reply