সম্প্রতি গ্রিসের পশ্চিম থ্রেসে সংখ্যালঘু মুসলিম শিক্ষক-শিক্ষার্থীদের ধর্মীয় বিধিনিষেধ মেনে ধর্ম পালন নিয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। এ নিয়ে সরকারিভাবে বিবৃতিও দিয়েছে গ্রিস। তবে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে তুরস্ক।
সংবাদমাধ্যম ডেইলি সাবা বলছে, বিষয়টি নিয়ে তুর্কি সরকারের পক্ষ থেকে টুইট করে আপত্তি জানানো হয়েছে। সেখানে থ্রেসের সংখ্যালঘু মুসলিম শিক্ষার্থীদের প্রতি আরোপিত কড়াকড়ি তুলে নেয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিক কতৃপক্ষের প্রতি এ আহ্বান জানায়।
তবে কেনও এ কড়াকড়ি আরোপ করা হয়েছে, তা জানা যায়নি। এমনকি তুর্কি সরকারের প্রতিক্রিয়ার বিপরীতে গ্রিক কর্তৃপক্ষের অবস্থানও স্পষ্ট নয়।
যদিও পশ্চিম থ্রেসের তুর্কি সংখ্যালঘু উপদেষ্টা বোর্ড বলছে, এই ঘোষণা আইন পরিপন্থী। সরকারকে এ বিষয়ে পুরনায় বিবেচনার আহ্বান জানিয়েছে ওই বোর্ড।
উল্লেখ্য, ভৌগোলিকভাবে থ্রেস একটি আবদ্ধ অঞ্চল। এর উত্তরে বলকান পর্বতমালা, দক্ষিণে রোদপ পর্বতমালা এবং ইজিয়ান সাগর, পূর্ব দিকে কৃষ্ণ সাগর এবং মারমারার সাগর অবস্থিত।
Leave a reply