পূর্বঘোষিত সময় অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে: ঢাবি উপাচার্য

|

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফাইল ছবি।

পূর্বঘোষিত সময় অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে চললে শিক্ষা কার্যক্রম যথাযথভাবে চালানো সম্ভব হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্বাস্থ্যবিধি মানতেই হবে। দক্ষ মানবসম্পদ তৈরি ও বিশ্ববিদ্যালয়ে র‍্যাংকিংয়ে ভালো অবস্থানের জন্য অ্যালামনাইদের একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে এসোসিয়শনের সভাপতি একে আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষার জন্য শিক্ষক ও অ্যালামনাইদের যৌথভাবে কাজ করতে হবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবর থেকে আবাসিক হল খুলে দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় সিদ্ধান্ত নেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply