করোনা ভবিষ্যতে সাধারণ জ্বরে পরিণত হবে: সারাহ গিলবার্ট

|

ছবি: সংগৃহীত।

করোনা সময়ের সাথে সাথে দুর্বল হয়ে সাধারণ জ্বরে পরিণত হবে বলে জানিয়েছেন, অক্সফোর্ডের মেডিসিন বিভাগের প্রফেসর সারাহ গিলবার্ট এবং প্রফেসর জন বেল। খবর ইভনিং স্ট্যান্ডার্ড।

তারা বলেন, করোনা ভাইরাস সামনের বসন্তের পর সাধারণ সর্দি-ঠান্ডায় পরিণত হবে। কোভিড ভাইরাসের প্রাণঘাতী সংক্রমণের সক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে।

সারাহ গিলবার্ট ডেল্টা ভেরিয়ান্টের কথা উল্লেখ করে বলেন, কোভিডের মরণঘাতী সংক্রমণের সক্ষমতা শেষ হয়ে এসেছে কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট অনেক ছড়িয়ে পড়েছে। তবে যাদের দুটো ভ্যাকসিন দেয়া হয়েছে তাদের মৃত্যু ঝুঁকি অনেক কম। তিনি আরো বলেন, করোনার প্রাণঘাতী আক্রমণ আসছে বসন্তেই সাধারণ সর্দি-ঠান্ডায় পরিণত হবে।

তিনি আরও বলেন, আমাদেরকে ভবিষ্যত নিয়ে এখনই সচেতন হতে হবে। আমাদের এখনকার সামান্য সচেতনতা ভবিষ্যতের অনেক বড় সমস্যা থেকে রক্ষা করতে পারে। আমরা ভবিষ্যতের জন্য এখন থেকেই তহবিল গঠনের কাজ শুরু করেছি। আমি প্রতিটা মানুষকে এখন থেকেই ভাবতে বলছি। কারণ, ভবিষ্যতে এমন আরও অনেক মহামারি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি এখন থেকেই সচেতন না হয় তাহলে আমাদের ভবিষ্যত অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply