হাতি উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে নৌকা উল্টে সাংবাদিকের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশার কটকের কাছেই নদীর স্রোতে আটকে পড়েছিল এক হাতি। আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে নদীর স্রোতে নৌকা উল্টে মৃত্যু হলো এক সাংবাদিকের। নিহত ওই সাংবাদিকের নাম অরিন্দম দাস।

নিহত অরিন্দম ভারতীয় টেলিভিশন ‘ওটিভির’ চিফ রিপোর্টার ছিলেন। এছাড়াও ওই দুর্ঘটনায় তার সহকর্মী ফটো সাংবাদিক প্রভাত সিনহাকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর হিন্দু্স্তান টাইমসের।

হিন্দু্স্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই সাংবাদিকরা ওড়িশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্সের নৌকায় করে হাতি উদ্ধারের ঘটনার সংগ্রহ করতে যাচ্ছিলেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতের কারণে নৌকাটি টাল সামলাতে পারেনি। এতে উদ্ধারকারীদের পাশাপাশি সাংবাদিকরাও পানিতে পড়ে যান।

এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. ভুবানন্দ মহারানা বলেন, ক্যামেরাম্যান ও এক উদ্ধারকর্মীর অবস্থা আশঙ্কাজনক। আমরা সবরকম চেষ্টা করছি।

এ বিষয়ে ওটিভির ম্যানেজিং ডিরেক্টর এক টুইট বার্তায় লিখেছেন, অরিন্দম একজন সাহসী সাংবাদিক ছিলেন। সবসময় ব্রেকিং নিউজের পেছনে ছুটতেন। আমাদের বড় ক্ষতি হয়ে গেল। সব সুরক্ষা ব্যবস্থা নেয়ার পরও এমন দুর্ঘটনা ঘটে গেল।

পরবর্তীতে অবশ্য ওড়িশার বন বিভাগের ৮০ জন কর্মী চেষ্টা চালিয়ে হাতিটিকে উদ্ধার করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply