নারায়ণগঞ্জে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, তারা ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
র্যাব কর্মকর্তারা জানান, ভোরে নারায়ণগঞ্জ সদরের আলীরটেকে ধলেশ্বরী নদীতে জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় তারা। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোঁড়ে। এসময় পাল্টা গুলি চালায় র্যাব সদস্যরাও।
এতে জিল্লুরসহ দুইজন গুলিবিদ্ধ হয়। তারা হাসপাতালে নেয়ার পর মারা যায় বলে জানিয়েছে র্যাব। ঘটনাস্থল বিদেশি পিস্তলসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র্যাবের সঙ্গে একইরম ‘বন্দুকযুদ্ধে’ কালু (৪২) নামে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত কালুর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার জঙ্গল সলিমপুরে গোলাগুলির ওই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি এবং ১৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত কারও পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Leave a reply