চীনের কেন্দ্রীয় ব্যাংক কার্যকর ডিজিটাল টোকেন যেমন, বিটকয়েনের মতো ক্রিপ্টো-কারেন্সির লেনদেনকে সম্পূর্ণ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। ভার্চুয়াল কারেন্সি জনিত ব্যবসা সমূহ এখন থেকে অবৈধ বলেও জানান তারা। শুক্রবার দেশটি সকল ক্ষেত্রে ক্রিপ্টো-কারেন্সির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। খবর রয়টার্স’র।
বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টো-কারেন্সির বাজারগুলোর মধ্যে চীন একটি। চীনের এ সিদ্ধান্তের কারণে বিশ্ব বাজারে ক্রিপ্টো-কারেন্সির মূল্যের ব্যাপক পরিবর্তন এসেছে। বিটকয়েনের মূল্য ২ হাজার মার্কিন ডলারেরও বেশি হ্রাস পেয়েছে।
মূলত চীনে ক্রিপ্টো-কারেন্সির ব্যবহার ২০১৯ সাল থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বহির্বিশ্বে ক্রিপ্টো-কারেন্সির লেনদেন চালু ছিলো। এবছর সম্পূর্ণভাবে তা বন্ধ করে দেয়া হয়।
এবছরের মার্চে চীন ক্রিপ্টো-কারেন্সির ব্যবহারে নিরাপত্তা প্রসঙ্গে সকলকে সতর্ক করেছে এবং জুনে ব্যাংক এবং পেমেন্ট প্লাটফর্মগুলোকে ক্রিপ্টো-কারেন্সির ব্যবহার বন্ধ করার কথা বলে।
Leave a reply