সাতদিন পরও ভয়াবহতা ছড়াচ্ছে স্পেনের লা পামা দ্বীপের ‘কুমব্রে ভিয়েজা’ আগ্নেয়গিরি। তীব্র আগ্নুপাত ক্রমশ ছড়িয়ে পড়ছে আশপাশের বেশ কয়েকটি শহরে।
এখন পর্যন্ত ৩৫০টি বসতবাড়ি ধ্বংস করেছে আগ্নেয়গিরির লাভা। কয়েক হাজার টন লাভার স্রোত ধীরে ধীরে আরও গ্রাস করছে দ্বীপটিকে। আশপাশের কয়েকহাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পার্শ্ববর্তী তিনটি শহর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা জানা যায়নি।
বিষাক্ত গ্যাস ও ছাই ছড়িয়ে পড়েছে ৪ কিলোমিটার উচ্চতায়। দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। আশপাশের শহরগুলো বাসিন্দাদের ঘরের বাইরে বের হবার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে উত্তপ্ত লাভার সামনে কার্যত নাজেহাল হচ্ছে উদ্ধারকারী দল।
দ্বীপটিতে বসবাসরত প্রায় ৮০ হাজার অধিবাসী এখন আতঙ্কের মধ্যে আছেন। এ ঘটনায় বিশেষ করে মৎসজীবী এবং কৃষকদের উদ্বেগ বাড়ছে।
/এসজেড
Leave a reply