Site icon Jamuna Television

৬ বছর আগে বাসের বক্সে পাওয়া তরুণীর লাশের রহস্য উদঘাটন, গ্রেফতার প্রেমিক

ছবি: প্রতীকী

৬ বছর আগে গাবতলী বাসস্ট্যান্ডে চট্টগ্রাম থেকে আসা ঈগল পরিবহনের বক্সের ভেতর একটি ট্রাঙ্ক থেকে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনার মূল আসামি, তরুণীর প্রেমিক রেজাউল করিম স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডিতে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়। আসামি ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত ওই তরুণী, শম্পা বেগমের সাথে রেজাউল করিমের প্রেমের সম্পর্ক ছিল। শম্পা তাকে বিয়ের জন্য চাপ দেওয়াতে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জের ধরে ২০১৫ সালে গভীর রাতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে শম্পাকে হত্যা করে সে। পরে লাশটিকে একটি ট্রাঙ্কে ভরে বাসের বক্সে তুলে দেয় রেজাউল। উদ্ধারের সময় লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় অজ্ঞাতপরিচয়ে লাশ হিসেবে দাফন করা হয় শম্পাকে।

২০১৯ সালে এই মামলার দায়িত্ব পায় পিবিআই। তাদের নিরলস পরিশ্রমে ভিকটিমের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। ওই ঘটনার জন্য দায়ী আসামি রেজাউল করিমকে গতকাল কুমিল্লা জেলার ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

Exit mobile version