‘জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে স্কুল ও কলেজের সকল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ‘মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ের বিষয়ে সচেতনতামূলক’ ক্লাস রুটিন বিতরণ।
আজ সোমবার সকালে সাতক্ষীরার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
পুলিশ সুপার বলেন, আজকের শিশুই আমাদের ভবিষ্যত। তাই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শুরু থেকে যদি মাদক, জঙ্গিবাদ ও বাল্যয়ের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা যায় তাহলে বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারবোঅ
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদেরকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথবাক্য পাঠ করানো হয়।
Leave a reply