আফগানিস্তানে নারী অধিকার ও শিক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক বক্তব্যে, আফগান নারীদের অধিকার রক্ষায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি চলা প্যানেল আলোচনায় মালালা বলেন, আফগানিস্তানে বর্তমানে নারীদের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। ২০ বছর আগে তালেবান শাসনামলে নারী শিক্ষা বন্ধ করা হয়েছিল। নারী অধিকার খর্ব করাই তাদের টার্গেট ছিল। শঙ্কা করছি অতীতের সেই অবস্থা আবার ফিরে আসতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহ্বান জানাচ্ছি। নারী অধিকার ইস্যুতে কোনো সমঝোতা হতে পারে না।
মালালা বলেন, নারী অধিকার এবং মানবতার মর্যাদা নিশ্চিতের সাথে আমরা কোনোভাবেই আপোস করতে পারি না। আফগান নারীদের অধিকার নিশ্চিত করার অঙ্গীকারে দৃঢ়প্রতিজ্ঞ থাকার এখনই সময়।
/এম ই
Leave a reply