নিজের জীবন বিসর্জন দিয়ে আগুনে পোড়া দুই নারীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে জাতীয় বীরের মর্যাদা পেয়েছে ইরানের ১৫ বছর বয়সী এক কিশোর। খবর পিটিভি নিউজ’র।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আলী লানদি (১৫) নামের ওই কিশোরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নিজ শহর ইজেহতে এ মাসের প্রথম দিকে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের জীবন বাজি রেখে উদ্ধার করে আনে আলী লানদি।
এ সময় মারাত্মকভাবে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিল ওই কিশোর। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর আলী লানদি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি তাকে বীর উপাধী দিয়েছেন এবং তার এই আত্মদানের ইতিহাস যেনো ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এ জন্য ঘটনাটি শিল্প ও সাহিত্যে ফুটিয়ে তোলার আহ্বান জানান।
এক বিবৃতিতে তিনি আরও বলেন, আলীর মতো বীর সন্তানের জন্য প্রতিটি ইরানি নাগরিকের গর্ব করা উচিৎ।
Leave a reply