Site icon Jamuna Television

থামছেই না পিএসজির জয়রথ!

ছবি: সংগৃহীত

ফ্রান্সের লিগের শিরোপা পুনরুত্থানের মিশনে নামা প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জয়রথ ছুটেছেই। লিগ ওয়ানের আরও একটা ম্যাচ জিতেছে তারকাখচিত মাওরিসিও পচেত্তিনোর দল।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ২-০ গোলে হারিয়েছে মঁপিলিয়েরকে।

খেলার শুরুতেই এগিয়ে যায় পচেত্তিনোর শিষ্যরা। ম্যাচের ১৪ মিনিটে সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গুয়েয়ির গোলে লিড নেয় নেইমার-এমবাপ্পেরা। ম্যাচের শুরু থেকেই বেশ প্রাণবন্ত ছিলেন নেইমার। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি এই ব্রাজিলিয়ান। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ মিস করেন এই তারকা ফুটবলার। মঁপিলিয়ের গোলরক্ষককে ফাঁকি দেয়ার চেষ্টা বারবারই ভেস্তে যাচ্ছিলো। তবে শেষদিকে নেইমারের অ্যাসিস্টে অ্যাঙ্গেল ডি মারিয়ার বদলি হিসেবে নামা জুলিয়ান ড্রাক্সলার গোল করলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির।

এই জয়ে চলতি মৌসুমে লিগের ৮ ম্যাচের ৮টিতেই জিতলো তারা। পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে মার্সেই আছে দ্বিতীয় স্থানে। ৮ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে মঁপিলিয়ের আছে একাদশতম স্থানে।

আগামী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিবে পিএসজি।

Exit mobile version